সিলেট বিভাগ অটোরাইচ মিল মালিক সমিতির সভা
স্টাফ রিপোর্টার ॥ সিলেট বিভাগ অটোরাইচ মিল মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিলেটের পানসী রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগ অটোরাইচ মিল মালিক সমিতির সভাপতি হবিগঞ্জের বিশিষ্ট শিল্পপতি শংকর পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ চৌধুরী পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হক অটো ডায়ার মিলের পরিচালক মোঃ জিয়াউল হক, সততা অটো রাইচ মিলের আব্দুল ওয়াহিদ, মেসার্স ফয়সল অটো রাইছ মিলের মোঃ রাসেল, খালেদ অটো রাইছ মিলের মোঃ খালেদ, মেসার্স মেঘনা ও মেসার্স নূরানী অটো রাইছ মিলের শফিকুল ইসলাম, কেবিএম ইন্ডস্ট্রিজ সাব্বির এ চৌধুরী, মেসার্স রহিমা অটো রাইছ মিলের আব্দুল আজিজ নানু, মেসার্স জহির অটো রাইছ মিলের বোরহান উদ্দিন, ফাহিম অটো রাইছ মিলের মকসুদ আলী, সুরমা অটোরাইচ মিলের আনিছুজ্জামান রাজীব প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সরকারি সিদ্ধান্ত মোতাবেক চাল সরবরাহ করতে মিল মালিকদের প্রতি আহ্বান জানানো হয়। কোন ব্যবসায়ী যদি সরকারি সিদ্ধান্তের ব্যাপারে দ্বিমত প্রকাশ করেন তা সাংগঠনিকভাবে মোকাবেলা করা হবে বলে জানানো হয়। এছাড়াও সভায় সংগঠনের সাংগঠনিক বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com