স্টাফ রিপোর্টার ॥ মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাজিব মিয়াকে (৩০) গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। গত শুক্রবার রাতে সদর থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে শহরের ২নং পুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাজিব শহরতলীর বহুলা গ্রামের আব্দুস শহীদ এর পুত্র।
পুলিশ জানায়, ২০২০ সালে একটি মাদক মামলায় তার বিরুদ্ধে ১ বছরের সাজা পরোয়ানা ছিলো। পুলিশের গ্রেফতার এড়াতে সে এতোদিন পালিয়ে আত্মগোপনে ছিল। গতকাল তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com