স্টাফ রিপোর্টার ॥ জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষপূর্তি ও শিক্ষক-শিক্ষার্থী পুনর্মিলনী সফলভাবে উদযাপন করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত আলোচনা সভায় প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হাসান জীবন বক্তব্য রাখেন।
জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র জনতা ব্যাংক কর্মকর্তা নুরুল ইসলামের সভাপত্বিতে ও উদযাপন কমিটির সদস্য সচিব শফিকুর রহমান সিতুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্টোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক।
বক্তব্য রাখেন এমজি মুহিত, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, মনসুর আহমেদ, মোহাম্মদ বাবুল, লায়ন মোহাম্মদ লিটন মিয়া, সালেক আহমেদ, শ্যামল আহমেদ, আনসার আহমেদ পলাশ, মহিবুল আলম জীবন, সাংবাদিক নূরুল হক কবির, ওয়াসিম উদ্দিন, ডাঃ মোঃ ইমন প্রমূখ।
স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হাসান জীবন বলেন, আমি নিজেকে ভাগ্যবান মনে করছি আমি জে কে এন্ড এইচ কে হাই স্কুলে লেখাপড়া করেছি। আমি এ স্কুলের ভাইস ক্যাপ্টেন ছিলাম। সেখান থেকেই আমার নেতৃত্বের গুণাবলী তৈরি হয়। এ স্কুলের সময়টুকুু আমার জীবনের স্বর্ণোজ্জ্বল সময়। আমি যে অবস্থায় থাকি না কেন এ স্কুলকে সামনের দিকে এগিয়ে নিতে যা করার চেষ্টা করব।
প্রধান অথিতির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, জেকে এন্ড এইচকে হাই স্কুল এন্ড কলেজের শত বছরপূর্তি অনুষ্ঠান হবে একটি মাইলফলক। আমরা শতবর্ষ পূর্তি ও শিক্ষক শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠানটিকে কেবল পুরনো দিনে ফিরে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। এই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে দেশে-বিদেশে প্রতিষ্ঠিতদের অভিজ্ঞতা ও পরামর্শ কাজে লাগিয়ে আমরা জেকে এন্ড এইচকে হাই স্কুল তথা হবিগঞ্জের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে চাই।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা ডাঃ সাখাওয়াত হাসান জীবন শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনীর রেজিস্ট্রেশন করেন। পরে ডাঃ সাখাওয়াত হাসান জীবনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com