স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক বিরোধীদলীয় নেতা জিএম কাদের, তার সহধর্মিণী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি শেরিফা কাদেরসহ জাতীয় পার্টি নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হবিগঞ্জে প্রতিবাদ সভা ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় পার্টি নেতৃবৃন্দ। রবিবার সকাল ১০টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে হবিগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা জাতীয় পার্টি সভাপতি মোঃ কাজল আহমেদ এর সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক প্রভাষক এস এম লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব জালাল উদ্দিন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাপা কেন্দ্রীয় সদস্য তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা জাপা যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শিবলী খায়ের, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ, জেলা জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোঃ তালেব আলী। বক্তব্য রাখেন সদর উপজেলা জাপা সাধারণ সম্পাদক কাজী আবু তাহের, জেলা জাতীয় মহিলা পার্টির সাবেক সভাপতি রাবেয়া খাতুন, জেলা জাপা নেতা জাহাঙ্গীর আলম, শেখ কামালসহ মোঃ আব্দুস সালাম, এম এ হান্নান, ফরিদ মিয়া, চৌধুরী গোলাম কিবরিয়া, সোহেল আহমেদ রানা, দিলীপ বর্মণ, মোঃ মামুন মিয়া, আরজু মিয়া, ইসলাম উদ্দিন, হেলাল মিয়া, বাবুল দত্ত, আব্দুল কাইয়ুম চৌধুরী, আজগর আলী, দুলাল মিয়া, আফরোজ মিয়া, রাহীম আহমেদ, নুরুল হক, নুরুজ মিয়া, রফিক মিয়া, আব্দুল খালেক, কুতুব আলী প্রমূখ।
বক্তারা বলেন, আমাদের নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে বিগত সরকার জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে গ্রেফতার করে। উপর্যুক্ত অবস্থায় জাতীয় পার্টি ছাত্র-জনতার আন্দোলনে বিজয় অর্জন হলে ছাত্র-জনতাকে অভিনন্দন জানায়। তারপরও একটি মহল তাদের অসৎ রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্য ষড়যন্ত্র মূলক ভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার সহধর্মিণী জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরসহ অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। সভায় মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে মিথ্যা মামলা সমূহ প্রত্যাহারের দাবি জানান। সভা শেষে হবিগঞ্জের জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।