স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে মাসুক মিয়া (৩৩) নামে বানিয়াচংয়ের এক চালককে হত্যা করে সিএনজি অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার লামাতাশি ইউনিয়নের রামপুর গ্রামের একটি ধানের জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে মরদেহ জমিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন। মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠানো হয় হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল মর্গে। নিহত মাসুক মিয়া বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের মৃত জিতু মিয়ার পুত্র।
পুলিশ জানায়- নিহত মাসুক মিয়া পেশায় একজন সিএনজি অটোরিক্সা চালক। গত ২৫ সেপ্টেম্বর রাত ১১টার দিকে সে যাত্রী নিয়ে বাহুবলে আসে। এর পর থেকেই তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। হদিস নেই তার ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটিরও। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে রামপুর গ্রামের রমেশ বাবু নামে এক ব্যক্তি ধানের জমিতে সার দিতে গিয়ে লাশটি পড়ে থাকতে দেখে বাড়িতে এসে মুরুব্বীদের জানান। পরে স্থানীয় ওয়ার্ড মেম্বাকে বিষয়টি জানালে তিনি থানা পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে থানার এসআই সোহেল লাশের ছুরত হাল রিপোর্ট তৈরি করেন।
প্রত্যক্ষদর্শীদের ধারণা দুই দিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। লাশ পঁচে ফুলে গিয়ে দুর্গন্ধের সৃষ্ঠি হয়েছে।
বাহুবল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মাহমুদ জানান, দুর্বৃত্তরা তাকে কৌশলে ভাড়ায় এনে নির্জন স্থানে হত্যা করে সিএনজিটি নিয়ে পালিয়ে গেছে। দুইদিন যাবত মরদেহ জমিতে পড়ে থাকায় পচন ধরে ফুলে গেছে। তার গায়ে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তিনি বলেন- দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।
বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এখনই কিছু বলা যাচ্ছে না। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার আবুল খয়ের।