সুমন আহমেদ বিজয় ॥ লাখাই থানার নবাগত ওসি মোঃ বন্দে আলী যোগদান করেছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি বাহুবল থানার ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।
নবাগত ওসি মোঃ বন্দে আলী ময়মনসিংহ জেলার ফুলপুর থানা, মুক্তাগাছা, শেরপুর সদর থানায় ওসি (তদন্ত) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
নবাগত ওসি মোঃ বন্দে আলী জানান, তিনি শুক্রবার সন্ধ্যার পর লাখাই থানায় যোগদান করেছেন। তিনি উর্ধতন কর্তৃপক্ষের আদেশ ও দিকনির্দেশনা মোতাবেক শান্তি-শৃঙ্খলা রক্ষায় তার উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন এবং জনগণের কল্যাণে কাজ করে যাবার অঙ্গীকার করেন।
তিনি বলেন, লাখাই থানায় সেবা প্রার্থী যারাই আসবেন, উর্ধতন কর্তৃপক্ষ ও লাখাই থানায় কর্মরত অফিসারদের সাথে সমন্বয় করে তাদেরকে সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করে যাব ও উপজেলার প্রতিটি গ্রামকে দাঙ্গা মুক্ত করার জন্য যা যা করা প্রয়োজন সে ব্যপারে আমি সচেষ্ট থাকব। দায়িত্ব পালনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।