সুমন আহমেদ বিজয় ॥ লাখাই থানার ওসি মোঃ আবুল খায়েরকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। লাখাই থানায় কর্মরত সকল অফিসার ও পুলিশ সদস্যদের আয়োজনে বিদায়ী ওসি মোঃ আবুল খায়ের এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ওসি (তদন্ত) শফিকুল ইসলাম সহ থানায় কর্মরত সকল পুলিশ সদস্যবৃন্দ। এতে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, এসআই আখতারুজ্জামান, এসআই শৈলেশ চন্দ্র দাস, এএসআই আনোয়ারুল হক, এএসআই ইলিয়াস হোসেন, থানা মসজিদের ইমাম মাওলানা মহিবুর রহমান, লাখাই প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ ওয়াহেদ সহ নানা শ্রেণি পেশার মানুষ।
বিদায়ী ওসি মোঃ আবুল খায়ের বলেন, আমি লাখাই থানায় ৯ মাস ১৫ দিন কর্মরত থেকে আপনাদেরকে নিয়ে কাজ করেছি। কাজ করতে গিয়ে আমার অজান্তে করা ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তিনি জনগণের সাথে ভালো আচরণ এবং জনগণের কল্যাণে কাজ করতে সকল অফিসার ও পুলিশ সদস্যদের প্রতি আহবান জানান।
প্রসঙ্গত, লাখাই থানার ওসি মোঃ আবুল খায়েরকে ঢাকা পুলিশ হেডকোয়ার্টার পিবিআই এ বদলি করা হয়েছে।