৩ ঘন্টার মধ্যে দায়রা জজ আদালতে জামিন বাতিল
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্ত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্রজনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: রজব আলীর জামিন মঞ্জুর হওয়ায় আদালতে হট্টগোলের ঘটনা ঘটেছে। অবশ্য জামিনের ৩ ঘন্টার মধ্যে বিজ্ঞ দায়রা জজ আদালতে তার জামিন বাতিল করা হয়।
সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাহেলা পারভীন দুপুরে আসামী রজব আলীর জামিন মঞ্জুর করে আদেশ প্রদান করেন। এসময় বাদীপক্ষের বিএনপি পন্থী আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে আদালতে হট্টগোল করেন। উদ্ভূত পরিস্থিতিতে বিচারক এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান। খবর পেয়ে বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশীদ সংশ্লিষ্ট আদালতের এজলাসে এসে বিক্ষুব্ধ আইনজীবীদের সঙ্গে আলাপ করে পরিস্থিতি শান্ত করেন। প্রায় ঘন্টাখানেক আদালত মুলতবি থাকার পর পুনরায় আদালতের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে বাদীপক্ষ জেলা ও দায়রা জজ আদালতে আসামী মো: রজব আলীর জামিন স্থগিত চেয়ে রিভিশন আবেদন দাখিল করলে বিচারক হাসানুল ইসলাম আসামীর জামিন স্থগিত করেন।
সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ গোলচত্ত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রজনতার মিছিলে হামলার ঘটনায় চুনারুঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন বাদী হয়ে সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সহ ৯৮ আওয়ামীলীগ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ১২ সেপ্টেম্বর রাত ৮টায় র্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি ইকরামুল আহাদ এর নেতৃত্বে একটি আভিযানিক দল শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ শ্যামলী কাউন্টারের সামন থেকে তাকে গ্রেপ্তার করে। রজব আলী ওই মামলার দুই নম্বর আসামী এবং ১৩দিন ধরে কারাগারে রয়েছেন। বৃহস্পতিবার তার জামিন প্রার্থনা করেন তার আইনজীবী অ্যাডভোকেট আবু সাহিদ। তার জামিনে বিরোধিতা করেন বাদীপক্ষের বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট শামছু মিয়া চৌধুরী, অ্যাডভোকেট নুরুল ইসলাম, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, অ্যাডভোকেট মোজাম্মেল হক চৌধুরী ও অ্যাডভোকেট গুলজার খানসহ বেশ কয়েকজন আইনজীবী। দীর্ঘ শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। জামিন মঞ্জুরের আদেশ শুনার সাথে সাথে বাদীপক্ষের আইনজীবীরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। তারা ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকারের জুলুম নির্যাতনের চিত্র তুলে ধরে মন্তব্য করেন তারা ন্যায় বিচার পাননি। এ পরিস্থিতিতে আদালতে হট্টগোল শুরু হয়।
বাদীপক্ষের আইনজীবীগণ সাংবাদিকদের বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হবিগঞ্জে প্রথম হামলার ঘটনা ঘটে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে। সেই হামলার নেতৃত্ব দেন আওয়ামী লীগ নেতা রজব আলী। এছাড়া তিনি আওয়ামী লীগের ১৬ বছরে বহু মানুষকে নির্যাতন করেছেন। এমন একজনকে এত দ্রুত জামিন দেওয়ায় আমরা এর প্রতিবাদ করেছি।’ তারা জানান, পরবর্তীতে আমরা বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে রজব আলীর জামিনের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করি। আদালতের বিচারক হাসানুল ইসলাম জামিন বাতিল করেন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফরহাদ এলাহি সেতু ও অ্যাডভোকেট আবু সাহিদ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com