স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর মডেল থানাসহ ৭ থানায় ওসি (তদন্ত) পদে পদায়ণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ সুপার ড. মোঃ রেজাউল হক খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেয়া হয়।
আজমিরীগঞ্জ থানার ওসি হিসেবে এবিএম মাঈদুল হাছান, শায়েস্তাগঞ্জ থানার ওসি হিসেবে দিলীপ কান্ত নাথ, লাখাই থানার ওসি হিসেবে মোঃ বন্দে আলী, বাহুবল থানার ওসি হিসেবে মোহাম্মদ জাহিদুল ইসলাম, হবিগঞ্জ সদর থানার ওসি হিসেবে আলমগীর কবির, বানিয়াচং থানার ওসি হিসেবে কবির হোসেন, নবীগঞ্জ থানার ওসি হিসেবে মোঃ কামাল হোসেন পিপিএম-কে নিয়োগ দেয়া হয়েছে।
সেই সাথে আজমিরীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে গোলাম মুর্শিদ সরকার, শায়েস্তাগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে মোঃ সালাহ উদ্দিন, নবীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে মোঃ দুলাল মিঞা, মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে মোঃ শফিকুল ইসলাম, বাহুবল থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে মোঃ গিয়াস উদ্দিন খান ও হবিগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে সজল সরকারকে নিয়োগ দেয়া হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com