স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ খরতাপে পুড়ছে। রোদে বেরোলেই শরীরে লাগছে আগুনের ছ্যাকা। এ অবস্থায় বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ। বিশেষ করে রিকশা-ভ্যান চালক এবং দিনমজুর তীব্র গরমে হাঁসফাঁস করছেন। এদিকে প্রচন্ড গরমে শিশু-বৃদ্ধসহ নানা বয়সী লোকজন অসুস্থ হয়ে পড়ছেন। এর মাঝে বেশ কয়েকজনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সদর হাসপাতালের ওয়ার্ডে তিল ধারণের ঠাই নেই। অনেকেই বিছানা না পেয়ে ফ্লোরে চিকিৎসা সেবা নিচ্ছেন। গতকাল শনিবার সন্ধ্যায় হাসপাতাল ঘুরে এ চিত্র দেখা গেছে। তাছাড়া দিনের বেলায় প্রচন্ড গরমে রাস্তার পাশে ফুটপাতে লেবুর শরবত, ঠান্ডা পানিসহ বিভিন্ন তরল খাবার খেতে দেখা গেছে সাধারণ মানুষজনকে। এ থেকে পরিত্রাণ পেতে এবং সুস্থ থাকতে ডাব ও লেবুর শরবত ও বেশি করে পানি নিয়মিত খাবার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।