![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/07/008-11.jpg)
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের হরিপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় মা-মেয়ে আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, হরিপুর গ্রামের মোশাহিদ মিয়ার সাথে জমিজমা নিয়ে প্রতিবেশী ইদ্রিস মিয়ার পুত্র শাহীদ মিয়ার বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল শুক্রবার সকালে মোশাহিদ মিয়ার বাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলায় ওই বাড়ির কিশোরী মমিনা খাতুন (১৮) আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এর আগে মমিনার মা রাহেলা খাতুনকেও একইভাবে পিটিয়ে আহত করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com