স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে হবিগঞ্জ শহরে ‘ছাত্রসমাজের’ ব্যানারে মানববন্ধন করা হয়েছে। গতকাল পৌর টাউন হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নানা শ্রেণিপেশার লোকজন অংশ নেন।
এতে বক্তারা বলেন, ‘অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে জনপ্রিয় ব্যক্তি ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আজ পর্যন্ত হুমকিদাতাকে আইনের আওতায় আনা যায়নি। এ অবস্থায় ব্যারিস্টার সুমনকে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া প্রয়োজন।’
তাঁরা আরও বলেন, ‘ব্যারিস্টার সুমন শুধু একজন সংসদ সদস্য নন; তিনি একাধারে ভাল ফুটবলার এবং মানবতার ফেরিওয়ালাও। আর্তমানবতার সেবায় তিনি কাজ করেন। আমরা এমন একজন ব্যক্তিকে হারাতে চাই না।’
এতে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, রোটারিয়ান জগদীশ চন্দ্র মোদক, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক পাবেল খান চৌধুরী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা শরীফা আক্তার কুমকুম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী সুমন, সহ-সভাপতি বিপ্লব রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট কনক জ্যোতি সেন রাজু, অ্যাডভোকেট দেবাংশু দাশ গুপ্ত রাজু, ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) হবিগঞ্জের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ, সমাজকর্মী আব্দুর রকিব রনি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন, তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উত্তম রায়, আওয়ামী লীগ নেতা সেবলু মিয়া, ইংল্যান্ড প্রবাসী রুবেল চৌধুরী প্রমূখ। মানববন্ধনে সভাপতিত্ব করেন কৌশিক আচার্য্য পায়েল এবং সঞ্চালনায় ছিলেন মিজানুর রহমান আরিফ। এতে সর্বস্তরের শিক্ষার্থী, ছাত্রনেতা, সমাজকর্মী ও নানা শ্রেণিপেশার লোকজন অংশ নেন।