দীর্ঘ ২০ দিন কারাভোগের পর সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে হাইকোর্ট এর জামিনে মুক্ত হলেন হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন। কারাগার থেকে মুক্ত হয়ে গতকাল বুধবার তিনি হবিগঞ্জ পৌঁছলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাকে ফুলের তোড়া ও মালা দিয়ে মোটর শোভাযাত্রায় বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সহ জেলা ছাত্রদল নেতৃবৃন্দ।
শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, আগামি দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল দুর্বার আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাবে। মামলা-হামলা, জেল-জুলুম করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না।
উল্লেখ্য, গত বছরের ৮ অক্টোবর হাইকোর্ট এর আগাম জামিন শেষে নেতৃবৃন্দ হবিগঞ্জ নি¤œ আদালতে আত্মসমর্পণ করলে ৩ মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন সহ ১৪ জনকে কারাগারে পাঠায় বিজ্ঞ আদালত। পরবর্তীতে ২৬ অক্টোবর সব মামলায় জামিন নিয়ে হবিগঞ্জ জেলা কারাগার থেকে বের হয়ে এলে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় প্রেরণ করলে দুইটি মামলা গ্রেফতার দেখিয়ে আবারও কারাগারে পাঠানো হয়। আবারও সব মামলায় জামিন নিয়ে গত ১৮ জানুয়ারি তিনি কারাগার থেকে ছাড়া পান। কিন্তু চুনাঘাটে দায়েরকৃত মামলায় অজ্ঞাত আসামি পরবর্তীতে চার্জশিটেও নাম সংযুক্ত রাখে পুলিশ। ৬ জুন সিলেট সাইবার ট্রাইব্যুনালে হাজিরা দিলে পূর্বের জামিন বাতিল করে রিংগন সহ ২২ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। অবশেষে দীর্ঘ ২০ দিন কারাবাসের পর হাইকোর্ট থেকে জামিন নিয়ে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান ২২ নেতাকর্মী। তাদেরকে কারা ফটকে বরণ করে নেন সিলেটের সাবেক মেয়র ও বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক ও সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। বিজ্ঞপ্তি