স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীতে খোয়াই নদীর বাধ ভেঙ্গে বিস্তীর্ণ হাওর প্লাবিত হয়ে গেছে। বাধ ভাঙ্গার ফলে হাওরে মৎস্য চাষীদের খামারের মাছ পানিতে ভেসে গেছে।
সূত্র জানায়, ঘুর্ণিঝড় রিমালের প্রভাবে দুই দিন টানা বর্ষণে ভারত থেকে নেমে আসা পানিতে খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়ে হবিগঞ্জ শহরতলীতে নদীর বাধে দুটি ভাঙ্গন দেখা দেয়। ভাঙ্গন দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে ওই এলাকার অর্ধশত মৎস্য খামার পানিতে তলিয়ে যাওয়ায় মাছ ভেসে গেছে। ফলে খামারীদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে। খোয়াই নদীত পানি গতকাল সকাল পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: শামীম আহমেদ। তিনি জানান, গত মঙ্গলবার রাত ১১ টার দিকে খোয়াই নদীর মাছুলিয়া পয়েন্টে পানি ছিল ৯.৪ মিটার। যা বিপদসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। রাত ১২টার দিকে হবিগঞ্জ শহরের পশ্চিম দিকে লুকড়া ইউনিয়নের নয়াহাটির নিকট খোয়াই নদীতে ভাঙ্গন দেখা দেয়। এ ভাঙ্গন দিয়ে প্রবল বেগে পানি প্রবাহিত হতে থাকে। মুহূর্তের মধ্যে ভাঙ্গনটি ১শ’ ফুটের বেশী জায়গা জুড়ে বৃদ্ধি পায়। এতে হবিগঞ্জ সদর উপজেলার রিচি, লুকড়া এবং লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
স্থানীয় লোকজন জানান, পানিতে ওই এলাকার ৫০টির বেশী মৎস্য খামার তলিয়ে যাওয়ায় মাছ ভেসে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা হবে।
অপরদিকে শহরতলীর জালালাবাদের নিকট খোয়াই নদীর বাধে আরো একটি ভাঙ্গন দেখা দেয়। সাথে সাথে স্থানীয় লোকজন আপ্রাণ চেষ্টা চালিয়ে বালির বস্তা ফেলে বড়ধরনের ক্ষতির হাত থেকে এলাকাবাসীকে রক্ষা করেন।