![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/05/004-11.jpg)
শায়েস্তাগঞ্জে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও আইনশৃঙ্খলা মতবিনিময় সভায় জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে বৃহস্পতিবার সকাল ১১টায় ঊপজেলা হলরুমে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ভূইয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা। তিনি তাঁর বক্তব্যে বলেন, আপনারা যারা নির্বাচন করছেন তারা সবাই সহনশীলতা, সহমর্মিতা, ধৈর্য্যরে সাথে উৎসবমুখর পরিবেশ বজায় ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচন করবেন। কেউ আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আক্তার হোসেন, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম রাকিব, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাইদুর রহমান, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোবারক হোসেন। সভায় শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ তালুকদার ইকবাল, চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান মাসুক, চেয়ারম্যান প্রার্থী মোঃ রাকিব আহমেদ, ভাইস চেয়ারম্যান প্রার্থী আ স ম আফজাল, জালাল উদ্দীন রুমি, খন্দকার মোহাম্মদ সফিক মিয়া, মোঃ আব্দুল কাদির আসাদ, মানোয়ার হোসেন জাকারিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুক্তা আক্তার, রুবিনা আক্তার রুবি সহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন নাগরিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।