স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে নির্বাচনী সভায় প্রতিপক্ষের লোকজনকে গালাগাল ও ভোটারদের হুমকি প্রদান করায় প্রজন্ম লীগ নেতা হারুনুর রশিদকে ডেকে সতর্ক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে লাখাই উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এর কার্যালয়ে তাকে ডেকে সতর্ক করা হয়। এসময় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান, লাখাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দাম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কাশেম উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে লাখাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দাম বলেন- হারুনুর রশিদকে তার বক্তব্য সম্পর্কে সতর্ক করে দেয়া হয়েছে। ভবিষ্যতে তিনি আর এরকম বক্তব্য দিবেন না বলে কথা দিয়েছেন। এছাড়াও কমিটির পক্ষ থেকে লাখাই উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মাহফুজুল আলম মাহফুজকেও ফোনে সতর্ক করে দেয়া হয়েছে।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন- হারুনুর রশিদকে ডেকে আনা হয়েছিল। তার দেয়া বক্তব্যের ভাষা ও শব্দ ব্যবহার নিয়ে তাকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে তিনি আর এরকম করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রসঙ্গত, গত ১৮ মে রাতে লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে মোটরসাইকেল প্রতীকের পক্ষে নির্বাচনী সভায় বক্তব্য প্রদানকালে ভোটারদের তালাক দিয়ে এলাকাছাড়া করার হুমকি দেন কেন্দ্রীয় প্রজন্ম লীগ নেতা হারুনুর রশিদ। এ সময় তিনি তার বক্তব্যে কুলাঙ্গার শব্দটিও ব্যবহার করেন। এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এর ভিত্তিতে ‘লাখাইয়ে আ. লীগ নেতাকে ভোট না দিলে তালাক দিয়ে এলাকাছাড়া করার হুমকি’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার হুমকি প্রদানকারী হারুনুর রশিদকে ডেকে সর্তক করে প্রশাসন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com