আজমিরীগঞ্জে জেলা প্রশাসক জিলুফা সুলতানা

এস কে কাওছার আহমেদ, আজমিরীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক জিলুফা সুলতানা বলেন, জনগণের ভালবাসা নিয়ে যারা আসবে, তারাই জনগণের সাথে কাজ করবে। জনগণের সেবক হয়ে কাজ করার মনমানসিকতা থাকতে হবে। জনগণ যাকে ভালবেসে ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই নির্বাচিত হবেন। নির্বাচনকে ঘিরে কোন ধরণের দাঙ্গা, হাঙ্গামায় জড়ানো যাবে না। যারা নির্বাচনে আইন-শৃঙ্খলার বিঘœ ঘটাবেন জেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় আজমিরীগঞ্জ পৌরসভার শহীদ মিনার প্রাঙ্গনে আগামী ৮ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা নির্বাচন অফিস ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আপনি বিজয়ী হোন বা না হোন, আমরা সাধারণ মানুষকে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে ও আজমিরীগঞ্জ থানার ওসি তদন্ত গোলাম ফারুকের সঞ্চালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খায়রুল ইসলাম। গীতা পাঠ করেন প্রদীপ রায়। স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আক্তার হোসেন (বিপিএম)। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পূর্বিতা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিক, সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, ওসি ডালিম আহমেদ, নির্বাচন কর্মকর্তা সাইফুল আলম, উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষজন।