নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। এ ছাড়া গাছপালা ও বিদ্যুতের খুটি উপড়ে গেছে। মঙ্গলবার বিকেলে (৩০ এপ্রিল) উপজেলার উপর দিয়ে ঝড় বয়ে যায়। টানা ১৫ মিনিট শিলাবৃষ্টি চলে।
সরেজমিনে দেখা গেছে, কালবৈশাখী ঝড়ে অনেক বসতঘর বিধ্বস্ত হয়েছে। গাছ-বাঁশ ঘরের উপর আসন। বিশেষ করে নবীগঞ্জ উপজেলায় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে।
নবীগঞ্জ শহরের ব্যবসায়ী আলম আহমদ বলেন, প্রথমে শিলাবৃষ্টি ও প্রচন্ড ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় নবীগঞ্জ পৌরশহর সহ পুরো উপজেলার বিভিন্ন বাড়িঘর। অনেক গাছ পড়ে ও মানুষ ঘরের টিন উড়ে গেছে।
নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি জানান, শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে তেমন বেশি ক্ষতি হয়নি। কারণ হাওরের প্রায় ৯৬ ভাগ ধান কাটা শেষ আর হাওর ছাড়া যেসব জমি রয়েছে সেগুলোও প্রায় ৫৫ ভাগ ধান কাটা শেষ।