![](https://dailyhabiganjermukh.com/wp-content/uploads/2024/05/Alauddin-Roni-Madhabpur-news-30.04.2024.jpg)
স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ সায়হাম গ্রুপের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, ব্যক্তিগত লোভ লালসা বা স্বার্থ হাসিলের জন্য আমার পরিবারের সদস্যরা জনপ্রতিনিধি নির্বাচিত হয় না, তারা এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের মুখে হাসি ফুটানোর জন্যই নির্বাচনে অংশগ্রহন করেন এবং মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করেন। কোন অর্থের বিনিময়ে নয়। আপামর জনসাধারণের ভালবাসার ঋণ শোধ করার জন্যই আমরা নির্বাচনে অংশ নেই। তাই আসন্ন উপজেলা নির্বাচনে সৈয়দ মোঃ শাহজাহানকে আবারো উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করতে তরুণ সমাজসহ সর্বস্থরের জনসাধারণের প্রতি আহবান জানান তিনি। মঙ্গলবার রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। এতে সায়হাম গ্রুপের অন্যতম পরিচালক প্রকৌশলী সৈয়দ এবিএম হুমায়ুন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান প্রমূখ উপস্থিত ছিলেন।