স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরিফ রুয়েল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, বিশিষ্ট সাংবাদিক এস এম খোকন, উপজেলা আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ ফুল, ইউপি চেয়ারম্যান যথাক্রমে শেখ শামছুল হক, আনোয়ার হোসেন, এরশাদ আলী, মাসুদ কোরানী মক্কী, হাফেজ মোঃ শামরুল ইসলাম, আহাদ মিয়া, সাদিকুর রহমান ও জয় কুমার দাশ, কমিউনিটি নেতা কাজল চ্যাটার্জী। এছাড়াও সভায় আইন-শৃঙ্খলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।