লিগ্যাল এইডে স্বামী ও তার পুলিশ বোনের বিরুদ্ধে অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার রূপনগরে এক কলেজছাত্রীকে ভূয়া নাম ঠিকানা দিয়ে বিয়ে করে স্বীকৃতি দিচ্ছে না স্বামী।
অভিযোগে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার বাসিন্দা আরজু মিয়ার পুত্র হাফেজ কাওসার মিয়া প্রেমের সম্পর্ক স্থাপন করে ২০২৩ সালে ৩ লাখ টাকা কাবিনে মৌলভীবাজার সদরের সাতবাঁক গ্রামের কলেজছাত্রী লাইলী বেগমকে বিয়ে করেন। ওই বিয়েতে উপস্থিত ছিলেন কাওসারের বোন ঝুমা আক্তার। কিছুদিন সংসার করার পর কাওসার লাইলীকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকৃতি জানান। কাওসারকে মদদ দেন তার বোন মৌলভীবাজার পুলিশ লাইনের কনস্টেবল ঝুমা আক্তার। এ বিষয়ে লাইলী বেগম বিচার না পেয়ে তাদের বিরুদ্ধে মৌলভীবাজার পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি তদন্তের জন্য মৌলভীবাজার থানাকে দায়িত্ব দেয়া হয়। এএসআই সাইফুল ইসলাম তদন্ত না করে লাইলীকে ডেকে বিষয়টি মিমাংসার চেষ্টা করেন। কিন্তু লাইলীর দাবি বিয়ে হয়েছে, কিছুদিন ঘর সংসার করেছে এখন কেনো তাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। অবশেষে তিনি নিরূপায় হয়ে মৌলভীবাজার লিগ্যাল এইডের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারি জজ লায়লা মেহের বানুর নিকট তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। নোটিশ করার পরও তারা সেখানে হাজির হননি। অবশেষে বিনা খরচে মামলা করার জন্য লিগ্যাল এইড মৌলভীবাজার প্যানেল আইনজীবী নিয়োগ করেছে। বর্তমানে ভাই বোন লাইলীকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।