স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের করগাঁও জন্তরী রাজাপুর হাজী সিকন্দর মিয়া হাফিজিয়া মাদ্রাসায় হাকিম ফাউন্ডেশনের উদ্যোগে বদর দিবস উপলক্ষে ১ম ক্বেরাত প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এ ক্বেরাত প্রতিযোগিতা সম্পন্ন হয়।
হাজী সিকন্দর মিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক কারী আব্দুল মোতালেব ও হাফিজ হাবিবুর রহমানের যৌথ উপস্থাপনায় ফাউন্ডেশনের বাংলাদেশ এক্সিকিউটিভ ডিরেক্টর জমসেদ আলীর সভাপতিত্ব প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লতিফিয়া হ্যান্ডস বাংলাদেশের সেক্রেটারী জেনারেল মাওলানা গুফরান আহমেদ চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি ছিলেন দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অফিস সহকারী মাওলানা জিল্লুর রহমান, মাওলানা আব্দুর রহিম, মোঃ আব্দুল খালিক, হাবিবুর রহমান প্রমূখ। ক্বেরাত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন মাওলানা মুহাম্মদ আজাদ আলী, হাফিজ জুনাইদ আহমেদ ও হাফিজ মিজানুর রহমান।
ক্বেরাত প্রতিযোগিতায় ১ম পুরস্কার ছিল ৫ হাজার টাকা, ২য় পুরস্কার ৩ হাজার টাকা ও ৩য় পুরস্কার ২ হাজার টাকা। চারটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্রুপগুলো হলো- জামায়াতে রাবে, জামাতে ছালিছ, জামাতে ছামী, জামাতে আউয়াল। ক্বেরাত প্রতিযোগিতার জামায়াতে রাবে গ্রুপে ১ম হয়েছেন জয়নাল আবেদিন, ২য় মোঃ আরিফ বিল্লাহ ও ৩য় সাইফুল ইসলাম। জামাতে ছালিছ গ্রুপে ১ম হয়েছেন সাজিবুর রহমান, ২য় শাহ নেওয়াজ মোহাম্মদ শাহান ও ৩য় জাকারিয়া আহমেদ। জামাতে ছামী গ্রুপে ১ম হয়েছেন রবিউল ইসলাম তামিম, ২য় শিয়াম আহমেদ নাঈম ও ৩য় সুলেমান হক। জামাতে আউয়াল গ্রুপে ১ম হয়েছেন ফয়জুল আমিন, ২য় রুহান মিয়া ও ৩য় ওয়াকিব মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল জামে মসজিদের মোতাওয়াল্লী ও হাজী সিকন্দর মিয়া হাফিজিয়া মাদ্রাসা দারুল ক্বেরাত শাখার নাজিম মাওলানা আব্দুল ওয়াদুদ, পানজারাই জি,কে ওয়াই দাখিল মাদ্রাসার সভাপতি নোমান চৌধুরী, গ্রাম সরকার মাহমুদ মিয়া চৌধুরী, হাজী সিকন্দর মিয়া হাফিজিয়া মাদ্রাসা দারুল ক্বেরাত শাখার প্রধান কারী মাওলানা বদরুল ইসলাম, হাকিম ফাউন্ডেশনের প্রজেক্ট ডিরেক্টর রুফুল আমিন, ডিরেক্টর অব চ্যাপ্টার ডেভেলপমেন্ট রবিন আলী, পাবলিকেশন ডিরেক্টর নাঈম হোসেন, এক্সিকিউটিভ মেম্বার লেবু মিয়া ও কবির মিয়া, বিশিষ্ট মুরুব্বী নুনু মিয়া, মহিবুর রহমান চৌধুরী, আব্দুল হক, মহিবুর রহমান, মঈনুল মিয়া, হারুন মিয়া, কাইয়ুম চৌধুরী, ইসলামি সংগীত লেখক তানহা জনি প্রমূখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন হাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান রোকন-হাকিম।