মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর গ্রামে মুক্তিযোদ্ধার নাতির ওপর হামলার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ মার্চ রাতে সাহেবনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র কমলপুর গ্রামের রোকন মিয়ার ছেলে রেদুয়ান মিয়া (১৩) উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রাম থেকে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে তার উপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা তাকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা করান। এ ঘটনায় রেদুয়ানের পিতা রোকন মিয়া বাদী হয়ে রবিবার মাধবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই ফজলুল হক অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি সোমবার ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, রেদুয়ান মিয়া কমলপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির এর নাতি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com