স্টাফ রিপোর্টার ॥ কালনী ট্রেনে ছিনতাই করার সময় কাজী গিয়াস উদ্দিন নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শায়েস্তাগঞ্জ জংশনে এ ঘটনা ঘটে। আটক গিয়াস উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের কাজী আব্দুল্লাহর পুত্র। গতকাল সন্ধ্যা ৭টায় সিলেটগামী কালনী ট্রেন শায়েস্তাগঞ্জ জংশনে এলে সে এক মহিলা যাত্রীর গলার চেইন ছিনতাই করে নিয়ে দৌড় দেয়। এ সময় ওই মহিলা শোর চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে রেল ফাঁড়িতে হস্তান্তর করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com