চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মাদক মামলার ৩ সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এএসআই মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ছনখলা গ্রামে অভিযান চালিয়ে আব্দুল মজিদের ছেলে রতন মিয়া ও রইছ মিয়া এবং একই গ্রামের জয়নাল মিয়ার ছেলে শফিক মিয়াকে আটক করে। আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলায় প্রত্যেকের ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ের ৩ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত। চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com