লিটন পাঠান, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে জাফর আলী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত জাফর আলী মাধবপুর পৌরসভার আলাকপুর গ্রামের মাজম খার ছেলে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে মাধবপুর পৌরসভার গঙ্গানগর এলাকায় সোনাই নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী জাফর আলীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব। তিনি জানান অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com