স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীদের মাঝে আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষামূলক সেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সম্পা জাহান। বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ ছগীর এর সভাপতিত্বে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয় এবং চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে মগ বিতরণ করা হয়। কুইজ প্রতিযোগিতায় সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com