ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের পক্ষ থেকে অক্টোবর সার্ভিস উপলক্ষে শোভাযাত্রা, বৃক্ষরোপন, আলোচনা সভা ও অস্বচ্ছল লোকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১১টায় হবিগঞ্জ শহরের আমির চাঁন কমপ্লেক্স থেকে শোভযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্মশানঘাট রোডে সেন্ট্রাল ক্রিয়েটিভ স্কুলে গিয়ে শেষ হয়। পরে সেখানে ১২০ জন অস্বচ্ছল লোককে শীতবস্ত্র প্রদান এবং বেশকিছু বৃক্ষরোপন করা হয়েছে।
লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট ও আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ মর্তুজা হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন অমিয় চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩১৫ বি-১ এর অক্টোবর সার্ভিস চেয়ারম্যান লায়ন মীর শফিকুল আলম কনক এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট-৩১৫ বি-১ এর ২০২৩-২০২৪ সালের রিজিওন চেয়ারম্যান লায়ন মোঃ ফিরোজ আহমেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট্রাল ক্রিয়েটিভ স্কুলের প্রধান শিক্ষক সুধাংশু কর্মকার ও স্কুল কমিটির সভাপতি অশোক কুমার দাশ।
উপস্থিত ছিলেন চার্টার প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট এসএম বজলুর রহমান, হবিগঞ্জ ক্লাবের অক্টোবর সার্ভিস চেয়ারম্যান ও ভাইস প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, লায়ন্স ক্লাব অব হবিগঞ্জের পাস্ট প্রেসিডেন্ট লায়ন অ্যাডভোকেট এসএম আলী আজগর, পাস্ট প্রেসিডেন্ট প্রকৌশলী লায়ন মোঃ মনসুর রশিদ কাজল, পাস্ট প্রেসিডেন্ট লায়ন মুজাহিদ হোসেন চৌধুরী, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ ফখরুল আলম, লায়ন মোঃ জালাল উদ্দিন, লায়ন অ্যাডভোকেট অর্জুন চন্দ্র রায়, লায়ন মোঃ মহিবুর রহমান সেলিম, লায়ন সুনীল চন্দ্র দাশ, লায়ন বিশ্বজিৎ বণিক চন্দন, লায়ন মোঃ মর্তুজ আলী, লায়ন মোঃ বদরুল আলম, লায়ন রাজেন্দ্র চন্দ্র দাস, লায়ন অ্যাডভোকেট বিকাশ চন্দ্র দাশ, লায়ন দিলীপ সরকার, লায়ন রাজু মিয়া, লায়ন রাম বণিক, লায়ন সৈয়দ আমিনুল হাসান, লায়ন মহিবুর রহমান টিপু, লায়ন মোঃ আব্দুর রহমান, লায়ন মোঃ রেজাউল করিম, লায়ন মোঃ খালেদ গনি, লায়ন প্রকৌশলী প্রদীপ কান্তি রায়, লায়ন ওবায়দুল হক জুয়েল, লায়ন মোঃ নাজমুল হক, লায়ন সৌরভ বণিক, লায়ন অক্ষয় রায় প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি