আজ ফুলকোর্ট রেভারেন্স ও বার লাইব্রেরীতে শোকসভা
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জে শাহ আলম হোসাইন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার সকাল ৮ টা ২০ মিনিটে সিলেট নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে আজ রবিবার সকাল ১১টায় ফুলকোর্ট রেভারেন্স, দুপুর ১২টায় জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল মনসুর।
এদিকে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ জে শাহ আলম হোসাইনের মৃত্যুর খবর পেয়ে তাকে একনজর দেখার জন্য জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোছাব্বির বকুলসহ অনেকেই তার পৈত্রিক নিবাস লস্করপুর সাহেব বাড়ি ছুটে যান। গতকাল শনিবার বাদ আছর লস্করপুর সাহেব বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজার নামাজে অংশ নেন আইনজীবী, বিচারক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ। সৈয়দ জে শাহ আলম হোসাইন ঐতিহ্যবাহী লস্করপুরের বিচারপতি পরিবারের সন্তান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com