নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা শনিবার বিকেলে নবীগঞ্জ শহরস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি এম. এ আহমদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- যুগ্ম সম্পাদক মোঃ তৌহিদ চৌধুরী, কোষাধ্যক্ষ মোঃ শওকত আলী, নির্বাহী সদস্য শাহ সুলতান আহমদ, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, উত্তম কুমার পাল হিমেল, এম, মুজিবুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী শামীম প্রমূখ।
সভায় বিস্তারিত আলোচনা শেষে আগামী মার্চ মাসে গঠনতন্ত্র নিয়ম মোতাবেক নতুন সদস্য সংগ্রহের জন্য আবেদন গ্রহনের সিদ্ধান্ত হয়। পরে সভায় প্রেসক্লাবের ২০২৪ সালের নির্বাচনের আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন প্রধান নির্বাচন কমিশনার হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ। এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, সাবেক যুগ্ম সম্পাদক শাকিল চৌধুরী ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া। পরে ক্লাব সভাপতি এম,এ আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদারের হাতে নবীগঞ্জ প্রেসক্লাবের নতুন গঠণতন্ত্র তুলে দেন গঠনতন্ত্র প্রণয়ন কমিটির প্রধান হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com