স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার শতমুখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেয়ার সময় ছবি তোলার জের ধরে সাংবাদিকের ক্যামেরা ছিনতাইর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাভেল বাদি হয়ে বানিয়াচং থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সুজাতপুর গ্রামের মৃত আজগর আলীর পুত্র শেখ মোঃ সেলিম মিয়াসহ ৬ জনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিকেলের দিকে মোঃ সেলিম মিয়া গং জাল ভোট দিতে যায়। এ সময় সাংবাদিক পাভেল খান এ ঘটনার ছবি তুলতে গেলে তারা তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে আবু হাসিব খান চৌধুরী পাভেল এর ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ ঘটনায় হবিগঞ্জ প্রেসক্লাবে জরুরি সভা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী মামলা দায়ের করেন আবু হাসিব খান চৌধুরী পাভেল।
বানিয়াচং থানার ওসি দেলোয়ার হোসেন জানান, মামলাটি তদন্তের জন্য সুজাতপুর ফাঁড়ির ইনচার্জকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com