মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরের পাশর্^বর্তী বিজয়নগর উপজেলার ইসলামপুর দরবার শরীফে হয়রত শেখ মতিউর রহমান শাহ (রহঃ) এর ৯৬তম বার্ষিক ওরস মাহফিল ও হযরত রফিকুল ইসলাম (রহ.) সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার দন্তারবন্দী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত ওরসে হাজার হাজার মুরীদান ও ভক্তবৃন্দ অংশ নেন। ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল ও তবারক বিরতণ করা হয়। ইসলামপুর দরবার শরীফের গদিশীন পীর, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মোঃ ফয়সল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বয়ান পেশ করেন আল্লামা হাফেজ অলিউল্লাহ আশেকী, মাওলানা শেখ সাদী আব্দুল্লাহ সাদেকপুরী, মাওলানা ক্বারী মিজানুর রহমান আজিজী, মাওলানা আব্দুর রহমান নূরী, মাওলানা ক্বারী ইমরান আলী পাঠান, ক্বারী মোহাম্মদ আফজাল হোসাইন প্রমূখ। পরে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com