স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শিক্ষা সংস্কৃতি উন্নয়ন পরিষদ আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৩ এ অংশগ্রহণ করে শতভাগ বৃত্তি পেয়েছে বানিয়াচং দারুন নাশাত এর শিক্ষার্থীরা। গত পহেলা ডিসেম্বর বানিয়াচং আবু নছর কুরাইশী দাখিল মাদ্রাসায় আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় দারুন নাশাতের ১৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় অংশগ্রহণকারী ১৬ জনই বৃত্তি লাভ করেছে।
দারুন নাশাত’র পরিচালক মাওলানা আব্দুল হালিম নোমানি আল-আজহারি অনুভূতি প্রকাশ করে বলেন, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় আমরাই একমাত্র ও প্রথম বাংলা মাধ্যম, এরাবিক মাধ্যম ও ইংলিশ ভার্সনসহ শিক্ষাদান করে থাকি। আমাদের আরো দুইজন পরিচালক মুফতি জুনায়েদ আহমেদ ও মাওলানা মুখলিসুর রহমান আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমাদের দুইটি শাখা রয়েছে। প্রধান শাখা হলো বানিয়াচং জনাব আলী সরকারি কলেজ রোড মাদানী ম্যানশন নতুন বাজার ও দ্বিতীয় শাখা বড় বাজার জননী কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলা। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আগামী ভবিষ্যৎ যেন আরো সুন্দর ও সাফল্যমন্ডিত হয় সেই দোয়া কামনা করেছেন তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com