জেলা পর্যায়ে সিলেট জেলায় ২০২১-২০২২ অর্থবছরের সর্বোচ্চ ভ্যাটাদাতাদের একটি হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের পুরস্কার পেল খাদিম সিরামিকস। ১৯৯৫ সাল থেকে সিলেট জেলার খাদিম নগরে মানসম্মত সিরামিকের নির্মাণ পণ্য তৈরি করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে খাদিম সিরামিকসের এই কারখানাতে ইটালিয়ান ও স্প্যানিশ ধাঁচের সিরামিক টাইলস সহ রুফ টাইলস, ক্ল্যাডিং, আর পেভার তৈরি হয়ে থাকে।
খাদিম সিরামিকস ঢাকাস্থ মিরপুর সিরামিকসের একটি সহযোগী প্রতিষ্ঠান। ১০ ডিসেম্বর রবিবার সিলেটের শাহজালাল কে.এস.আর. টাওয়ারে কাস্টমস, এক্সাইজ, ও ভ্যাট কমিশনারেটে সিলেটের সকল ক্যাটাগরিতে মনোনীত সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠানদের নিয়ে এক সেমিনারের আয়োজন করা হয়। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানে খাদিম সিরামিকসকে সিলেট জেলায় উৎপাদনে সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার ও সম্মাননাপত্র প্রদান করা হয়। পুরস্কার গ্রহণ করেন খাদিম সিরামিকসের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর সাকিফ আরিফ তাবানী। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. মইনুল খান (মূসকঃ বাস্তবায়ন ও আইটি)। বিশেষ অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ সেক্টর সদর দপ্তর সিলেটের সেক্টর কমান্ডার কর্নেল জি এইচ এম সেলিম হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার মোহাম্মদ এনামুল হক। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com