ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে ॥ মেয়র
হবিগঞ্জ পৌরসভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সফলতার জন্য শিশুদের নিয়ে কেন্দ্রে আসতে সকল অভিভাবকদের প্রতি আহবান জানিয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। তিনি সোমবার সকালে হবিগঞ্জ পৌরসভায় অনুুষ্ঠিত এডভোকেসী ও পরিকল্পনা সভায় সভাপতির বক্তব্যে এ আহবান জানান। তিনি বলেন- এ কর্মসূচীতে যারা যে দায়িত্বে রয়েছেন সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সভায় হবিগঞ্জ পৌর এলাকার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী। কাউন্সিলরদের মাঝে উপস্থিত ছিলেন শেখ সুমা জামান। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. দিবেন্দ্র রায় রাজীব, সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ড. অমৃতা সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র দেবনাথ।
আজ মঙ্গলবার হবিগঞ্জ পৌর এলাকায় ৩৯টি কেন্দ্রে সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাস হতে ১১ মাস বয়সের শিশুদের খাওয়ানো হবে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২ হতে ৫৯ মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে লাল রংয়ের ক্যাপসুল। পৌর এলাকায় ৮ হাজার ৫শ’ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com