স্টাফ রিপোর্টার ॥ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন হবিগঞ্জ। নেজারত ডেপুটি কালেক্টর মোঃ মঈন খান এলিস সাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। জেলা প্রশাসন গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর শহীদ হওয়া বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়ে সকাল ১০টায় দুর্জয় হবিগঞ্জ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ হবিগঞ্জে পুষ্পস্তবক অর্পন, সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, সুবিধাজনক সময়ে শহীদ বুদ্ধিজীবীদের রূহের মাগফেরাত কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধাজনক সময়ে সকল মন্দির, গীর্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন, সন্ধ্যায় দুর্জয় হবিগঞ্জ মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ হবিগঞ্জে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হবে। তাছাড়া শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে হবিগঞ্জ জেলার সকল স্থানীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে।