নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এর একমাত্র মেয়ে গাজী ফায়হা রওশন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার দিবাগত রাত ১ টা ১৫ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে গাজী ফায়হা রওশনের বয়স হয়েছিল ২৭ বছর। সোমবার বাদ এশা সিলেট শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে শাহজালাল মাজারস্থ কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজার নামাজে অংশ নেন এবং নামাজ পরবর্তী লামাবাজারস্থ বাসায় গিয়ে এমপি মিলাদ গাজীকে সমবেদনা জানান- বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শারিফুল, সিলেট জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরউদ্দিন চৌধুরী বুলবুল, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, সহ-সভাপতি আব্দুল মোহিত চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট মুজিবুর রহমান কাজল, মোস্তাক আহমেদ মিলু, নাগরিক টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি ছনি আহমেদ চৌধুরী, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফায়জুর রহমান রবিন প্রমূখ। এসময় উপস্থিত নেতৃবৃন্দ গাজী ফায়হা রওশনের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, গাজী ফায়হা রওশন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভোগছিলেন। গাজী ফায়হা ২০০৮ সালে দশম শ্রেণিতে লেখা-পড়াকালীন সময়েই কিডনী রোগে আক্রান্ত হন। প্রথমে সপ্তাহে ২ দিন ও পরে সপ্তাহে ৩ দিন ডায়ালাইসিস করতে হতো। এই অবস্থাতেই মেধাবী ছাত্রী গাজী ফায়হা লেখাপড়া চালিয়ে যান এবং কৃতিত্বের সাথে বিবিএ পাশ করেন। করোনা মহামারীর সময় ভারতে তার কিডনি প্রতিস্থাপন করা হয়। তবে কিছুদিন পর আবার জটিলতা দেখা দেয়। পরে কিডনি জটিলতার পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হন ফায়হা। অবস্থার অবণতি হলে ১৯ অক্টোবর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন আইসিইউর ভ্যান্টিলেশনে থাকার পর রবিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে তিনি ইন্তেকাল করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com