কাজী মাহমুদুল হক সুজন ॥ চুনারুঘাটে গাঁজাসহ আটক এক মাদকসেবীকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম মাহবুব এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহযোগিতায় রেইডিং টিম উপজেলার মুড়ারবন্দ মাজার এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকা হতে জায়েদুল ইসলাম (৪০) নামে এক মাদকসেবীকে গাঁজা সহ হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালত। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে জায়েদুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫ দিনের কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করেন। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহায়তা করে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট। দন্ডিত জায়েদুল ইসলাম জামালপুর জেলার ইসলামপুর এলাকার মোঃ আব্দুর রহমানের পুত্র।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com