স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার নন্দনপুর লামা নোয়াগাঁও গ্রামে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে সৎ ছেলে ও তার লোকজনের হামলায় মা মেয়েসহ ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ আড়াইশ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন- লক্ষ্মী আক্তার (৪০), তার মেয়ে তাছলিমা (২৩), অলিমা আক্তার (১৫)। গতকাল শুক্রবার সকাল অনুমান ১০টায় লামা নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
আহত লক্ষ্মী আক্তার জানান, জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জের ধরে তার সৎ ছেলে কামাল মিয়া ও তার পক্ষের একদল লোক তাদের ওপর হামলা চালায়। এ সময় তারাসহ বেশ কয়েকজন আহত হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com