স্টাফ রিপোর্টার ॥ গতকাল ৬ ডিসেম্বর হবিগঞ্জ মুক্ত দিবস পালন করেছে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড। সকালে জেলা প্রশাসনের নিমতলা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান শহর প্রদক্ষিণ করে নিমতলায় এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক দেবী চন্দ। জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড এর সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। এর আগে দুর্জয় হবিগঞ্জ এবং জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে হবিগঞ্জবাসী হানাদারমুক্ত দেশে স্বাধীনতার স্বাদ পেয়েছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com