নূরুল ইসলাম মনি, বাহুবল থেকে ॥ একাত্তরের রণাঙ্গণের অকুতোভয় বীর মুক্তিযুদ্ধকালীন ৫নং সেক্টরের সাব-সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কর্ণেল (অব:) তাহের উদ্দিন আখঞ্জী বুধবার সকাল সাড়ে ১১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এক পুত্র, এক কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভোগছিলেন। বুধবার বিকেলে সেনাসদর কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সামরিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর ভাই পুটিজুরী আনোয়ার হলিচাইল্ড কিন্ডারগার্টেনের পরিচালক জসিম উদ্দিন আখঞ্জী গোলাপ।
মরহুম কর্ণেল (অবঃ) তাহের উদ্দিন আখঞ্জী বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের যাদবপুর গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাহুবল উপজেলা কমান্ডের সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বাহুবল উপজেলা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল হোসেন ও ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর মিয়া। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।