স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে হবিগঞ্জ কারাগারে নিয়ে আসা হয়েছে। গতকাল বুধবার (২ ডিসেম্বর) বেলা ১টায় জি কে গউছকে বহনকারী সাদা রঙের একটি মাইক্রেবাস হবিগঞ্জ কারাগারে এসে পৌঁছে। এ সময় বিএনপির নেতাকর্মী ও তার আত্মীয় স্বজনরা কারা ফটকে ভিড় করেন।
এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বেলা ১১টায় সিলেট কারাগার থেকে হবিগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে মাইক্রেবাসটি।
কারাসূত্রে জানা যায়, গত সোমবার ৫ ডিসেম্বর সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের নির্ধারিত তারিখ ছিল। এই মামলার আসামি জি কে গউছকে ওই দিন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করতে আদালতের নির্দেশনা ছিল। এ জন্য গত ২ ডিসেম্বর জি কে গউছকে সিলেট কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে হবিগঞ্জ কারাকর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন জি কে গউছের আইনজীবী অ্যাডভোকেট আফজাল হোসেন।
এরআগে গত ২৯ আগস্ট সন্ধ্যায় জি কে গউছকে ঢাকায় গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।