বাঘাসুরায় গণসংযোগকালে ব্যারিস্টার সুমন
কাজী মাহমুদুল হক সুজন ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন মাধবপুর উপজেলার শাহজিবাজারে হযরত শাহ সোলেমান ফতেহ গাজী (রাঃ) মাজার জিয়ারতের মাধ্যমে উপজেলার বাঘাসুরা ইউনিয়নে গণসংযোগ করেছেন। বুধবার বাদ আছর ব্যারিস্টার সুমন মাজার জিয়ারত করেন। পরে তিনি মাজার গেইট এলাকায় পথসভায় বক্তব্য রাখেন। এ সময় শত শত নেতাকর্মী ও সমর্থক শোডাউনের মাধ্যমে তাকে বরণ করেন। পথসভায় পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পথসভায় তিনি বলেন- আমি নৌকা মার্কা না পেলেও দলের হাই কমান্ডের নির্দেশেই মাঠে নেমেছি। ইনশাআল্লাহ গোল দিয়েই মাঠ ছাড়বো। কারণ আমি খেলোয়াড়। কিভাবে গোল করতে হয় আমার জানা আছে। গোল দিয়েই মাঠ ছাড়বো। এ সময় উপস্থিত জনতার শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় দরগাহ গেইট এলাকা। পরে তিনি বাঘাসুরা ইউনিয়নে পুরাইখলা বাজার, বাঘাসুরা সড়ক বাজার, কালিকাপুর ও শাহপুর বাজারে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখেন। তাকে বিজয়ী করতে তিনি সকলের প্রতি আহবান জানান।