নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের সোজাপুর গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জন পালের বাড়ীতে রাসবিহারী দাস কাঠিয়া বাবাজী মহারাজের আগমন উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠানে নাম ও দীক্ষাদানসহ ভাগবত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ভাগবত আলোচনা করেন রাসবিহারী কাঠিয়া বাবাজী মহারাজ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, পারমার্থিক পাঠক সংঘের সভাপতি অজিত কুমার দাশ, হারুন মিয়া, নিতেশ রায়, সজল দেব প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com