স্টাফ রিপোর্টার ॥ জরুরী রক্ষনাবেক্ষণ কাজের জন্য হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাটে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে। জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউসন সিস্টেম লিঃ (জেজিটিডিএসএল) আঞ্চলিক বিতরণ কার্যালয় হবিগঞ্জের ব্যবস্থাপক সাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। পত্রে উল্লেখ করা হয়- জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউসন সিস্টেম লিঃ (জেজিটিডিএসএল) এর অধিভুক্ত হবিগঞ্জ আঞ্চলিক বিতরণ কার্যালয়ের আওতাধীন নছরতপুর ডিআরএস এর জরুরী রক্ষণাবেক্ষন কাজের জন্য ৩ ডিসেম্বর রবিবার সকাল ৮টা হতে রাত ৮টা পর্যন্ত হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও চুনারুঘাট এলাকায় সকল শ্রেণির গ্যাস গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। কারিগরী কারণে সাময়িক গ্যাস সরবরাহ বন্ধের সময়সূচী হ্র্রাস/বৃদ্ধি ঘটতে পারে। সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com