এস কে শাহীন ॥ মাধবপুর উপজেলায় ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এর মধ্যে ৬, ৭, ৮, ৯, ১০ ও ১১নং ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অসংখ্য মিল ফ্যাক্টরী গড়ে উঠেছে।
সরেজমিনে দেখা যায়- ১০নং ছাতিয়াইন ইউনিয়নের রতনপুর-ফান্দাউক সড়কের পাশে কয়েকটি কেমিক্যাল ইন্ডাস্ট্রি রয়েছে। এসব কারখানার দূষিত পানি সড়কের পাশে খালের মধ্যে নিষ্কাশন হচ্ছে। এই পানি বিভিন্ন খাল ও পুকুরে প্রবাহিত হয়ে বলভদ্র নদীতে গড়ায়। এই রাস্তা দিয়ে কয়েকটি ইউনিয়নের হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে নাকে মুখে রুমাল দিয়েও রক্ষা পাচ্ছেন না পথচারীরা। দুর্গন্ধের কারণে বিভিন্ন রোগ জীবানু ছড়িয়ে স্থানীয় বাসিন্দাদের বসবাস অনুপযোগী হয়ে উঠছে। দূষিত হচ্ছে খালের পানি, নষ্ট হচ্ছে পরিবেশ। নিধন হচ্ছে দেশীয় মাছের বংশবৃদ্ধি। মারা যাচ্ছে গৃহপালিত হাঁস, মুরগীসহ গবাদিপশু। অত্র ইউনিয়নের ছাতিয়াইন, দাশপাড়া, সাকুচাইল, পিয়াইম সহ অন্যান্য গ্রামের বয়স্ক ও শিশু বাচ্চারা শ্বাসকষ্ট, সর্দি, কাশি সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এলাকার স্থানীয় বাসিন্দারা এ সকল কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।