বানিয়াচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার আহবান জানানো হয়েছে। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ আহবান জানানো হয়। এছাড়া পূর্বের চেয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়। মঙ্গলবার বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।
সভায় মাদক, জুয়া ও চুরি-ডাকাতি বন্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য আহবান জানানো হয়। তাছাড়া অপ্রাপ্ত বয়স্ক চালকদের দিয়ে টমটম মিশুক চালানো বন্ধের আহবান, বাজার মনিটরিং বৃদ্ধি ও অতিথি পাখি শিকার এবং অবৈধ বালু ব্যাবসায়ীদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয়েছে। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক, মঞ্জু কুমার দাস, সাদিকুর রহমান, এরশাদ আলী, নাসির উদ্দীন চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা কবিরুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আধিবাসী ঐক্য পরিষদ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার দাস, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, পল্লী বিদ্যুৎ এর এজিএম মোঃ আবুল হাসান, আনসার ভিডিপি প্রতিনিধি স্মৃতি দাস, সমাজসেবা অফিস প্রতিনিধি রেজাউল করিম, উপপ্রশাসনিক কর্মকর্তা মহিবুর রহমান প্রমূখ।