নজরুলকে শ্বাসরোধ করে হত্যার পর বাসা থেকে পালিয়ে যায় স্ত্রী
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের হামিদপুর গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী নজরুল ইসলাম (২৮) এর দাফন সম্পন্ন হয়েছে। স্থানীয় সুলতানশী ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে তার দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে ইমামতি করেন সুলতানশী দরবার এ হায়দার হাবিলীর পীরজাদা সৈয়দ গোলাম সারোয়ার হোসাইন ওরফে সৈয়দ রুবেল মিয়া। জানাজার নামাজে এলাকাবাসীসহ বিভিন্ন এলাকার মুসল্লীয়ান অংশ নেন। নজরুল ইসলাম ওই গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে।
বিয়ের মাত্র ৭ মাসের মাথায় কক্সবাজার জেলার উখিয়া উপজেলার সোনাপাড়া গ্রামে তাকে শ্বাসরোধ করে হত্যার পর বাসা থেকে পালিয়ে যায় স্ত্রী। ২৫ নভেম্বর শনিবার দুপুরে উখিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর ময়নাতদন্তের জন্য মরদেহ স্থানীয় হাসপাতাল মর্গে প্রেরণ করে। খবর পেয়ে সোমবার নজরুলের লাশ বাড়িতে নিয়ে আসেন পরিবারের লোকজন।