জেলা কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ
সরকারের পদত্যাগ, নির্বাচনী তফসিল বাতিল করে নির্দলীয় তদারকি সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা এবং শায়েস্তাগঞ্জ আরএলএফ কোম্পানীর শ্রমিক মুন্না রবি দাশ হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি) বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। ২৮ নভেম্বর বিকেল ৪টায় শহরের আরডি হলের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক আজমান আহমেদ, সিপিবি নেতা রনজন কুমার রায়, চৌধুরী মহিবুন্নুর ইমরান ও কাজল চক্রবতী, তাসনিমা ইয়াসমিন প্রমূখ।
সভায় বক্তাগণ বলেন- গণদাবী উপেক্ষা করে সরকার একতরফা নির্বাচনের পথে হাঁটছে। এটি গণতন্ত্রের জন্য অশুভ সংকেত। দেশে কোন দলীয় সরকারের অধীনেই ভাল নির্বাচন হয়নি। তাই গণতন্ত্রের স্বার্থে সকল দলের অংশগ্রহণে একটি ভাল নির্বাচন আজ সময়ের দাবী। নির্বাচন এলেই টাকার খেলা, পেশী শক্তি, প্রশাসনিক কারসাজি, সাম্প্রদায়িক প্রচারণা করে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়। তাই সংঘাত, সংঘর্ষ, জ্বালাও পোড়াও, দমন নিপীড়ন বন্ধ করে সকল রাজনৈতিক দলকে বিবেচনায় নিয়ে সরকার উদ্যোগ গ্রহণ করতে হবে। সভায় বক্তাগণ আরএফএল কোম্পানীর শ্রমিক মুন্না রবি দাশ হত্যাকান্ডের সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com