মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড হবিগঞ্জ জেলা ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হাই’র ছেলে শেখ মোঃ শাহ আলমকে সভাপতি, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মতিনের ছেলে মোহাম্মদ সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম সুরুজ মিয়ার ছেলে আবু বকর তরফদারকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। গত ১২ নভেম্বর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম এরশাদ হোসেন ও সাধারণ সম্পাদক মনির হোসেন মোল্লা সাক্ষরিত এক পত্রে সন্তান কমান্ডের সাংগঠনিক কর্মকান্ড গতিশীল করতে এ কমিটি অনুমোদন দেয়া হয়। হবিগঞ্জ জেলা ইউনিটের অন্যান্যরা হলেন- সহ-সভাপতি ফরহাদ হোসেন কলি, হোসেন মামুনুর রহিম রূপক, পংকজ কান্তি দাস পল্লব ও মশিউর রহমান সোহেব; যুগ্ম সাধারণ সম্পাদক মহিদুর রহমান রুমন ফরাজী ও সুজিত দাশ; সহ-সাংগঠনিক সম্পাদক ফাতেমাতুজ জোহরা রীনা ও এনামুল হক বাবুল; অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম; দপ্তর সম্পাদক চৌধুরী মঈন উদ্দিন আশরাফি, প্রচার, প্রকাশনা সম্পাদক মিনহাজুর নুর চৌধুরী সোহান; সমবায় ও প্রকল্প সম্পাদক রাজু দাস; ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শাহ আলম; তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ হেলাল মিয়া; সমাজ কল্যাণ সম্পাদক শাহ জুবাইদুর রহমান নাজু; ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ফরিদ মিয়া, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক ওবায়দুল হক; আইন-হিসাব ও নিরীক্ষা বিষয়ক সম্পাদক মনোজ কান্তি দেব রায়; শিক্ষা, পাঠাগার ও মিলনায়তন সম্পাদক সাইফুল ইসলাম রুবেল; মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ আলতাফ আলী; যুদ্ধাহত ও শহীদ পরিবার বিষয়ক সম্পাদক মোঃ গোলাম হায়দার মোবিন; সদস্যরা হলেন- চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, অ্যাডভোকেট মোঃ আনিসুজ্জামান, বেগম মেহেরুন্নেছা মঞ্জু, মোঃ রুবেল মিয়া, তানভীর হোসেন পলাশ, মোঃ আল আমিন ও অজিত দাস। প্রেস বিজ্ঞপ্তি